বাংলাদেশের লোকজন উন্নত বিশ্বে গেলে খুব যত্ন নিয়ে যেটি খোঁজে তাহলো হালাল খাবার, হালাল মাংস। কিন্তু এসব দেশেরসততা, ন্যায়নিষ্ঠা এসব অনুসরনের চেষ্টা করেনা। এসব দেশে মানুষ মিথ্যা বলে কম। মিথ্যা ধরা পড়ার বিপদ বেশি। প্রত্যক্ষরাজনীতি করে খুব কম মানুষ। সকাল থেকে রাত অবধি কাজের পিছনে ছোটে। জীবন অনেক কঠিন। ব্যয়বহুল।
এসব দেশে ধর্ষণ, বলাৎকার এসব ঘটনা কম। কারন যৌন সম্পর্ক হয় বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ডের মধ্যে। বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ডও এসবক্ষেত্রে সততার নীতি অনুসরন করে। একজন আরেকজনকে ঠকায়না। অনেকে এই সময়ে বাচ্চাও নেয়। সমাজ ও রাষ্ট্র এসববিষয়ে নাক সিটকায়না। সাপোর্ট দেয়। যাতে বাচ্চাটার কোন ক্ষতি অথবা বৈকল্যের সৃষ্টি না হয়।
বাংলাদেশ চুরি চামারি দুর্নীতির দেশ। এসব আলহামদুলিললাহ। রাষ্ট্রই সারাক্ষন নাগরিকদের সংগে মিথ্যা কথা বলে। অন্যদেরকি বলবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজ অনুমোদন করেনা। কিন্তু এসব অহরহ হয়। ছেলেরা এসব ক্ষেত্রে সর্বক্ষনের সুযোগসন্ধানী। সমাজে পরিবারে এসব তাদের এক ধরনের রাইট হিসাবে দেখা হয়। সব দোষ হয় মেয়েদের।
এমন একটি অসংলগ্ন অসভ্য এলোমেলো অসৎ সমাজ বাস্তবতায় ধর্ষণের, নারী নির্যাতনের কিছু ঘটনা নিয়ে মাঝে মাঝে হৈচৈহয়। রাজনীতি যেহেতু দেশে এখন আর নিরিহ ভদ্রলোকজন কম করে সেহেতু এসব ধর্ষনের ঘটনা প্রকাশের পর ক্ষমতাসীন দলেরছত্রছায়াই প্রকাশ পায় বেশি। ক্ষমতাসীনরা কৌশলে এক ঘটনাকে আরেক ঘটনা দিয়ে ঢাকে! নানান কায়দায় ধামাচাপা দেয়।যেমন নোয়াখালীর ঘটনার পর বলা শুরু হয়ে গেছে এতদিন পরে এ নিয়ে হৈচৈ কেনো? সরকারি দলের নাম পাওয়া গেছেএরজন্য? সরকারি দলই যে অভিভাবক, এটা কে বোঝাবে? ধর্ষন তাই বন্ধ হয়না। হবেনা।
নোয়াখালীর ঘটনায় সয়লাব নিউজ ফিড! আমি অপেক্ষায় আছি সেই সহমত ভাইদের পোষ্ট দেখার জন্য। যারা কোরাস গাইবেনএই দেখেন আমাদের আমলে কাউকে ছাড় দেয়া হয়না, যখন যে অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়! প্রতিটি ঘটনারপর এদের এমন সব বানীতে শাসানিও থাকে। তাদেরকে দেশের মানুষ কি ভাবছে তা একবারও জানার বোঝার চেষ্টা করেনা বলেপরিস্থিতির পরিবর্তন নেই পুরো দেশ এখন সামাজিক রাজনৈতিক শিক্ষা বিবর্জিত এইসব সহমত ভাইদের হাতে জিম্মি
“তোমাদের বাপ বলছি, ভাই বলছি আমাকে ছেড়ে দাও। আল্লার দোহাই লাগে, ছেড়ে দাও।” (এরে আব্বা গো, তোগো আল্লাহ‘রদোহাইরে)
শেখ হাসিনার পরিশ্রমী দেশ পরিচালনা পন্ড করছে দলের দুর্নীতিবাজ আর এসব ধর্ষকামী চরিত্রহীন নেতাকর্মীর দল। চাটার দলচোর–ধর্ষকদের জন্য। এরজন্য ২০০৮ সালে ব্যাপক ভোটে নির্বাচিত একটি সরকার সুষ্ঠু ভোটের ধারা থেকে সরে গেছে। দেশেতৈরি হচ্ছে ভোটবিহীন ষড়যন্ত্রের রাজনীতির বিপদ খারাপ লাগে শেখ হাসিনার জন্যে