আইপিএলে টানা তিন ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। ৭ রানে ধোনিদের হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। ওয়াটসন ১, রায়াডু ৮, কেদার যাদব ৩ রান করেন। ফাফ দু প্লেসি করেন ২২ রান। পাঁচ নম্বরে নেমেও ধোনি বড় শট খেলতে ব্যর্থ। তবে এদিন ২৪ রান করতেই আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন ধোনি।
রবীন্দ্র জাদেজা ৫০ রান করেন। ধোনি ক্রিজে থাকলেও ম্যাচ জেতাতে ব্যর্থ। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেন তিনি। ৫ বলে ১৫ রান করলেন স্যাম কুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলল চেন্নাই।
শুক্রবার (০২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কিন্তু শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। শূন্য রানে ফিরে যান জনি বেয়ারস্টো। ডেভিড ওয়ার্নার (২৮) এবং মনীশ পাণ্ডে (২৯) ভালো শুরু করেও আউট হলেন। কেন উইলিয়ামসন করলেন মাত্র ৯ রান। এরপর প্রিয়ম গর্গ এবং অভিষেক শর্মার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে হায়দরাবাদ। ৫১ রানে অপরাজিত থাকেন প্রিয়ম। অভিষেক করেন ৩১ রান।