দেশের দ্বিতীয় বৃহত্তর পলাশবাড়ী পৌরসভা নির্বাচত খুব শিঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ দিকে নির্বাচনকে সামনে রেখে হাট বাজার,শহর, বন্দর, হোটেল রেস্তোরা সব খানে ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।কে হচ্ছেন আগামীদিনের পৌর পিতা।
রাজনৈতিক বিবেচনায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী হিসেবে এখন পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে।
প্রায় দুই বছর যাবৎ তিনি পৌর সভার প্রতিটি গ্রামে গ্রামে ভোটারদের সাথে পৌছানোর পাশাপাশি তার নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন।
বিএনপি জামায়াত অধ্যাশিত এই পৌরসভা এলাকায় ক্ষমতাশীন দলের প্রায় এক ডজন প্রার্থী। অনেকে আবার দলীয় মনোনয়ন না পেলে ও দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে নির্ভর যোগ্য একটি সুত্রে জানাযায়।
তবে ক্ষমতাশীন দল একক প্রার্থী দিতে না পারলে আগামী দিনের আবুল কালাম আজাদ পৌর নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে দাড়াতে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।