বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘেœ ধর্ম ও উৎসব পালণ করতে পারেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোখলেসুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপাল শীল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহীদুজ্জামান দুলাল প্রমুখ। এসময় উপজেলার ৫৮ টি দুর্গা মন্দির ও মন্ডপে সরকারী অনুদানের ৫শ’ কেজি করে চাল,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।