ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ‌কে থে‌কে ২৫ টাকা কে‌জি‌তে ট্রা‌কে আলু বি‌ক্রি কর‌বে টি‌সি‌বি।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ২১, ২০২০ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে আলু সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে সংস্থাটি আজ (২১ অ‌ক্টোবর) বুধবার থেকে ট্রাক সেলের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে এই সবজি বিক্রি করবে।

২০ অক্টোবর, মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশ মোতাবেক আগামীকাল বুধবার থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে কেজিপ্রতি ২৫ টাকা দরে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে।’

‘জনপ্রতি দুই কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রয় করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা বাজারে ভোক্তাপর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। এই দামের বিষয়ে আপত্তি জানায় আলু ব্যবসায়ীরা। একপর্যায়ে বাজার থেকে আলু উধাও হয়ে যায়।

এই পরিপ্রেক্ষিতে আজ নতুন করে দাম নির্ধারণ করা হয়। এতে প্রতি কেজি আলুর দাম আরো পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তর আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ দাম নির্ধারণ করে দেয়। পাইকারি বাজারে প্রতিকেজি ৩০ টাকা এবং হিমাঘারে ২৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।