দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
আজ দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ইশতেহার ঘোষণা করবেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাপার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়।
জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওরফে জি এম কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
ইশতেহার নিয়ে এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।