ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ সোমবার কুয়াকাটা পৌরসভায় ভোটাররা প্রথম ইভিএমে ভোট প্রদান করছেন॥

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
ডিসেম্বর ২৮, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আজ সোমবার অনুষ্ঠিত
হচ্ছে সূযোদয়-সূযার্স্তর লীলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র
কুয়াকাটা পৌর নিবাচন। ৮ হাজার ১২২ জন ভোটার এই প্রথম বারের মতো ইভিএম
মেশিনের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  তাদের ভোটাধিকার
প্রয়োগ করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর সভা নিবার্চনে মেয়র পদে
চার জন প্রতিদ্বন্ধি এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এতে আ’লীগ মনোনীত
প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লা নৌকা প্রতীক,   ধানের শীষ
প্রতীক নিয়ে আবদুল আজিজ মুসুল্লী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক
নিয়ে মো: আনোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে
প্রতিদ্বন্দীতা করছেন হাজী নুরুল ইসলাম। কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত
মহিলা কাউন্সিলর পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন । ২০১০
সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১
ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল কুয়াকটা পৌরসভা নিবার্চনের সহকারী রির্টানিং অফিসার ও কলাপাড়া উপজেলা
নির্বাচন অফিসার আবদুর রশিদ বলেন, এই প্রথমবারের মতো কুয়াকাটা পৌরসভায়
ইভিএমের মাধ্যমে ভোটাররটা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নয়টি
ভোট কেন্দ্রে ইভিএম সহ নিবার্চনী সকল সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।
অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নিবাচন গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা
হয়েছে । নিবার্চনী  মাঠে থাকবে নিবার্হী ম্যাজিট্রেট, রযাব, পুলিশ ও
অনসার সদস্যরা ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।