ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে কাঁদতে কাঁদতে যা বললেন এ্যানি

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।

বুধবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, এ্যানিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিদী হাসান। রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক এ্যানির বক্তব্য শুনতে চান।

এ সময় আদালতে কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি রাজনীতি করি। কোনো অপরাধ করলে গ্রেপ্তার করবে। কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি। আমি কি চোর, না ডাকাত। আমি বিচার চাই।

এ্যানি আদালতকে আরও বলেন, গভীর রাতে পুলিশ আমার বাসা ঘিরে ফেলে। আমি পুলিশকে বলেছি ফজরের নামাজ পড়ে বের হচ্ছি। কিন্তু পুলিশ অপেক্ষা না করেই বাসার দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে আসে। এ সময় পুলিশ মারমুখী ছিল।

এরপর শুনানি শেষে বিচারক এ্যানির জামিন নামঞ্জুর করে তাকে চার দিনের রিমান্ড দেন।

এদিকে গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন। এ সময় বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।