সন্দ্বীপের নিকটে জেগে উঠা ঠেঙ্গারচর/ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বাতিলের দাবি।
সন্দ্বীপের ন্যায়ামস্তি, ইজ্জতপুর ইউনিয়ন দীর্ঘদিন পূর্বে নদী গর্ভে হারিয়ে যায় ।যাহা বর্তমানে জেগে উঠা ঠেঙ্গারচর/ভাসানচর নামে পরিচিত। এই ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বাতিল করে, অনতিবিলম্বে সন্দ্বীপের এসব ইউনিয়নের ভিটে বাড়ি হারা লক্ষাদিক পরিবারের পুনর্বাসন চাই। এই ন্যায্য পাওনার দাবিতে জাগ্রত হয়ে শত শত নদী সিকস্তি সন্দ্বীপবাসি “সন্দ্বীপ কমিউনিটির” উদ্যোগে চট্টগ্রামস্থ হালিশহর রাবিয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভায় মিলিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা এ,কে,এম বেলায়েত হোসেন বলেন, সন্দ্বীপের সাবেক ইউনিয়ন নেয়ামস্তী, ইজ্জতপুর নদী গর্ভে বিলীণ হওয়ার পর সেখানে জেগে ওঠা নতুন ভূমি ভাসানচর/ ঠেঙ্গারচরকে কোন যুক্তিতে নোয়াখালীর সাথে অন্তর্ভূক্ত করা হয়েছে, তার কোনো সদুত্তর কেউ দিতে পারবেন না।
সন্দ্বীপের অল্প দুরত্বে জেগে ওঠা এই ভূমিকে ত্রিশ কিলোমিটার দূরের দ্বীপ হাতিয়ার সাথে কীভাবে যুক্ত করা হয়েছে,সন্দ্বীপের স্বার্থে সন্দ্বীপের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট প্রশ্ন রাখেন তিনি।
সন্দ্বীপের পয়স্তি ভূমি ভাসান চরকে নোয়াখালীর অন্তর্ভূক্তকরণের সিদ্ধান্ত সহ রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বাতিল করে এতে সন্দ্বীপের বাস্তুহারা যে সব মানুষগলো পুকুর পাড়ে,বেড়িবাঁধ, খালের পাড়ে, মানবেতর জীবনযাপন করছেন তাদের পূণর্বাসনের দাবি জানান।
নদীগর্ভে বিলীণ হওয়া সন্দ্বীপের ভূমির বিষয়টি মাথায় রেখে সন্দ্বীপের সীমানা নির্ধারণের বিষয়ে চট্টগ্রাম এবং নোয়াখালী দুই জেলার যৌথ সার্ভের মাধ্যমে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।
আবু রায়হান তানিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালাপানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বায়রন, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন, আয়কর উপদেষ্টা মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজ কর্মী ও সংগঠক মোশারফ হোসেন লিটন, কমিউনিটির প্রধান উদ্যোক্তা আনোয়ার আবসার, প্রভাষক ফসিউল আলম, বিজয় টিভির সন্দ্বীপ প্রতিনিধি ইসমাইল হোসেন মনি,জাফর ইকবাল, লিও ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি আলাউদ্দীন আল আজাদ,হাফেজ মোহাম্মদ সাঈদ,সন্দ্বীপ ছাত্র ফোরাম এর সাবেক সভাপতি নাজমুল রাজু, একুশে ক্লাবের সাবেক সভাপতি নাজমুল হাকিম সহ সন্দ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।