ঢাকাবৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“আমি ভোট কারচুপি করলে ওই দিনই যেন আমার মৃত্যু হয়’- আবদুল কা‌দের মীর্জা।

অনলাইন ডেস্ক।
জানুয়ারি ১৪, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্র‌তি অ‌তি আলো‌চিত আওয়‌ামী লীগ নেতা এবং আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কা‌দের’ এর ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, “শ‌নিবার য‌দি আমি ভোট কারচু‌পি ক‌রি সে‌দিনই যেন আমার মৃত্যু হয়।”
জনাব আবদুল কা‌দের মীর্জা এবার নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসা‌বে নির্বাচন কর‌ছেন।

আজ বৃহস্পতিবার সকালে বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা আরও বলেছেন, “বসুরহাট পৌরসভার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন বানচাল করা হয় তবে এর দায় নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিতে হবে।

সাবেক এ পৌর মেয়র আরও বলেন, “ভোটের দিন নির্বাচনে দায়িত্বরত কেউ ভোট ডাকাতির সাথে জড়িত থাকলে কোম্পানীগঞ্জের মাটি থেকে তার পালানোর সুযোগ নেই। শনিবার যদি আমি ভোট কারচুপি করি, ঐ দিনই যেন আমার মৃত্যু হয়।”

এ সময় তি‌নি সকল সাধারন ভোটার‌দের অনু‌রোধ ক‌রেন যে, “আপনারা ভোটের মাঠে না থেকে ভোটের দিন দুপুর ১২টার সময় ভোট বর্জন করবেন না। যদি কোথায়ও কারচুপি হয়, আমাকে জানাবেন। আমি রাজপথে নেমে যাব।”

তিনি আরো বলেন, ষড়যন্ত্র শুধু যে ভোট নিয়ে করা হচ্ছে তা নয়, অতীতে এ এলাকায় গ্যাস সরবরাহসহ আরো অনেক বিষয়ে ষড়যন্ত্র হয়েছে। সব বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।