ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার ওহিও রাজ্যের সিনসিনাটি শহরে পৃথক ৪টি স্থানে গুলিবর্ষণের ঘটনায় ৪ জন নিহত এবং আঠারোজন আহত ।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২০ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আমেরিকার ওহিও রাজ্যের সিনসিনাটি শহরে রবিবার ভোরে পৃথক ৪টি স্থানে গুলিবর্ষণের ঘটনায় ৪ জন নিহত এবং আঠারোজন আহত হয় ।
পুলিশ বলছে যে তিনটি  গোলাগুলির ঘটনা 90 মিনিটের মধ্যেই ঘটেছিল।
নীচে প্রতিটি শুটিংয়ের একটি রিপোর্ট দেয়া হলো ।

প্রথম শ্যুটিং: পুলিশ জানায় সিনসিনাটির গিলবার্ট অ্যাভিনিউর ওভার-দ্য রাইন অঞ্চলে শ্যুটিংয়ে তিনজন আহত হয়েছে। তবে এই ঘটনার সাথে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বিতীয় শ্যুটিং (১২ :৩৪ সকাল): একাধিক লোকের টেলিফোন গোলা গুলির খবর পেয়ে পুলিশ চালাফন্ট প্লেসের ৭০০ নম্বর ব্লকে উপস্থিত হয় । তারা সেখানে পৌঁছে আন্টোনিও ব্লেয়ার (২১),নামে এক যুবকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখে । ব্লেয়ারকে হাসপাতালে নেওয়া পরে তিনি মারা যান। তদন্তকারীরা বলছেন, চালাফোন্ট প্লেসে আরও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তৃতীয় শ্যুটিং (২:১৫ পূর্বাহ্ণ): , ইস্ট ম্যাকমিকেন অ্যাভিনিউতে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিনসিনাটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় পরে হাসপাতালে আহত দুজন মারা যায় নিহত দু’জনের মধ্যে একজন রবার্ট রজার্স (৩৪) এবংঅন্যজন জাকিয়েজ গ্রান্ট (৩০)।

চতুর্থ শুটিং (সকাল 7:৪৪ পূর্বাহ্ন): পুলিশকে জানানো চতুর্থ ও চূড়ান্ত শুটিং পশ্চিম প্রান্তের লিন স্ট্রিটের ১৫০০ ব্লকে হয়েছিল পুলিশ এসে পৌঁছলে ঘটনাস্থলে মাইরন গ্রীন (৩৯) নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সিনসিনাটি পুলিশ বিভাগ প্রতিটি রিপোর্ট করা শ্যুটিংকে আলাদা ঘটনা হিসাবে তদন্ত করছে।

“সিনসিনাটির পুলিশ প্রধান এলিয়ট কে আই ইসাক বলেছেন,” এই পরিমাণ বন্দুক সহিংসতা এবং আমাদের আশেপাশের অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেনে নেওয়া যায় না। ”

“আমি এই মহান শহরের সমস্ত নাগরিকদের বলছি। আমাদের অবশ্যই চুপ করে বসে থাকা উচিত নয় এবং বলা উচিত বন্দুকের সহিংসতা শেষ করতে আমরা কিছুই করতে পারি না। আমাদের সম্প্রদায়ের মধ্যে সহিংসতা বন্ধ এবং হত্যা বন্ধ করার জন্য আমাদের সবার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ”
সিনসিনাটি পুলিশ বিভাগ গোলাগুলির জন্য কে দায়ী তা সনাক্ত করার জন্য কাজ করছে।

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।