ঢাকাবুধবার , ৯ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আরও ৮৬ মিটার উঁচু হলো মাউন্ট এভারেস্ট!

অনলাইন ডেস্ক।
ডিসেম্বর ৯, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

আরও উঁচু হলো মাউন্ট এভারেস্ট। ৮৬ সেন্টিমিটার উচ্চতা বাড়ল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের।

নেপাল এবং চীনের পক্ষ থেকে যৌথভাবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এভারেস্টের উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩২ ফিট)।

নেপালের আগের মাপের থেকে সামান্য বেশি। আর চীনের মাপের তুলনায় প্রায় চার মিটার বেশি। বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার ১৮৫২সালে আবিষ্কার করেন মাউন্ট এভারেস্টই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।

১৮৫৬ সালের মাপ থেকে জানা যায়, সেই সময় এভারেস্টের উচ্চতা ছিল ৮ হাজার ৮৪০ মিটার। ১৯৫৫ সালে ভারতীয় সমীক্ষা থেকে জানা যায়, এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফিট। তারপরও বিভিন্ন সমীক্ষায় এভারেস্টের উচ্চতা নিয়ে নানা মত তৈরি হয়। কিন্তু নেপালের তরফে স্বীকৃতি মেলেনি সেইসময়।

২০১৫ সালের ভয়ঙ্কর ভূমিকম্প সহ আরও বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এভারেস্টের উচ্চতা আরও একবার মাপজোকের সিদ্ধান্ত নেয় নেপাল। এদিন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়ালি জানান, নেপালের বিশেষজ্ঞরা এভারেস্টের উচ্চতা নতুন করে মেপেছেন। নেপালের কয়েকজন সমীক্ষক এবং গাইড এই কাজ করেছেন। একবছর ধরে মাপজোক চালিয়ে এই উচ্চতা নির্ধারণ করেছেন বিশেষজ্ঞরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।