ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি২৩ সেপ্টেম্বর হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার সাবেক পরিচালক সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর মাদ্রাসায় ব্যবহৃত জিনিসপত্রগুলো সংরক্ষনের জন্য আজ ( বুধবার) দুপুরে হযরতের জ্যেষ্ঠ পুত্র মাওলানা ইউসুফ নিজ বাড়ি রাঙ্গুনিয়ায় নিয়ে গেছেন।
এ জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় হুজুরের ছাত্র, ভক্ত ও অনুরাগীরা হঠাৎ আবেগী হয়ে পড়েন। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন এবং শনিবার বেলা ২ টায় দেশের স্মরণকালের বৃহত্তম জানাযার নামাজ
শেষে মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানে শাহ আহমদ শফীকে দাফন করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।