ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডে করোনা ভাইরাসের বিস্তার রোধে নতুন বিধি-নিষেধ ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২০ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডের জন্য নতুন বিধি-নিষেধ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে পাব রেস্টুরেন্ট রাত ১০টায় বন্ধ করতে হবে।
যা আগামী ছয় মাস বলবৎ থাকতে পারে। বৃটেন বিপজ্জনক বাঁকে দাড়িয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন, নতুন ব্যবস্থা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সক্ষম না হলে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ৭ মে’র পর সর্বাধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৯২৬৮ জন।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ পার্লামেন্টে বক্তব্যে বলেছেন, ঘর থেকে কাজের সুবিধা থাকলে ঘর বসেই কাজ করা যাবে, পাব ও রেস্টুরেন্ট রাত ১০টার মধ্যে বন্ধ রাখতে হবে। সকল প্রকার রিটেইল দোকানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহার না করলে ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা। বিয়ের অনুষ্ঠানে অতিথি ৩০ জন থেকে কমিয়ে ১৫ জনে আনা হয়েছে এবং সকল প্রকার ইনডোর খেলাধূলা বন্ধ রাখারা নিদের্শ দেয়া হয়েছে।

এদিকে গত ১৪ জুলাইর পর সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। মৃত্যু বরণ করেছেন ৩৭ জন। গতকাল সোমবার ছিলো ১১ জন, রবিবার ছিলো ১৮ জন, শনিবার ছিলো ২৭ জন, শুক্রবার ছিলো ২৭ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৮২৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২৬ জন। গতকাল সোমবার ছিলো ৪৩৬৮ জন, রবিবার ছিলো ৩৮৯৯ জন, শনিবার ছিলো ৪৪২২ জন, শুক্রবার ছিলো ৪৩২২

এদিকে স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী নিকোলা স্টারজিয়ন বুধবার থেকে পুরো স্কটল্যান্ড জুড়ে জনগণকে একে অন্যের বাড়িতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছেন !তিনি আরও নিশ্চিত করেছেন যে স্কটল্যান্ড ইংল্যান্ডকে অনুসরণ করবে পাব এবং রেস্তোঁরাগুলিতে রাত ১০টার মধ্যে বন্ধ রাখতে হবে !

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।