ঢাকাসোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হি‌সে‌বে শপথ নি‌লেন মোহাম্মদ মাহমুদ আল-খাজা।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা শপথ নিয়েছেন। গতকাল (রোববার) তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

মাহমুদ খাজা হচ্ছেন ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথম রাষ্ট্রদূত। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরাইলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে  অনুমোদন দেয়।

গতকালের শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক আরো গভীরতর করার জন্য আপনাকে কাজ করতে হবে। তিনি বলেন, এ কাজ এমন হতে হবে যাতে আরব আমিরাত ও ইসরাইলের শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি উচ্চকিত হয়।

ইহুদিবাদী ইসরাইল গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নায়েহ নামে একজন কূটনীতিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।