ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর; ইসরাইলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দখলদার ইসরাইলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সংঘর্ষ তীব্রতর হয়েছে। আজ (বৃহস্পতিবার) ইসরাইলের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে হিজবুল্লাহর পক্ষ থেকে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দখলদার বাহিনীর বিরুদ্ধে ৮ অক্টোবর থেকেই যুদ্ধ করে আসছে লেবাননের হিজবুল্লাহ।

আজ ইহুদিবাদীদের উপশহর ‘কারিয়াত শামুনা’-তে কাতিউশা রকেটের সাহায্যে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছার পর ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সচল হয়ে ওঠে। এরপরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ঐ উপশহরে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে, ইসরাইলের আল-জালিল ও কারিয়াত শামুনা এলাকা লক্ষ্য করে লেবানন থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে, দখলদার ইসরাইলি বাহিনী আজ দক্ষিণ লেবাননের কয়েকটি উপশহরের আশেপাশের এলাকায় বিমান ও কামানের সাহায্যে হামলা চালিয়েছে। এছাড়া কয়েকটি বনে আগুন-বোমা ফেলেছে। আজকের হামলায় দক্ষিণ লেবাননের মারুন আল রাস উপশহরে এক নারী শহীদ ও তার স্বামী আহত হয়েছেন। গত কয়েক দিন ধরেই হিজবুল্লাহর হামলায় ইসরাইলের সামরিক স্থাপনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ অবস্থায় দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের জনবসতিতে হামলা শুরু করেছে। অবশ্য হিজবুল্লাহ আজ আবারও স্পষ্টভাবে বলেছে, তারা বেসামরিক মানুষের ওপর আঘাত কোনোভাবেই সহ্য করবে না।

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।