দখলদার ইসরাইলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সংঘর্ষ তীব্রতর হয়েছে। আজ (বৃহস্পতিবার) ইসরাইলের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে হিজবুল্লাহর পক্ষ থেকে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দখলদার বাহিনীর বিরুদ্ধে ৮ অক্টোবর থেকেই যুদ্ধ করে আসছে লেবাননের হিজবুল্লাহ।
আজ ইহুদিবাদীদের উপশহর ‘কারিয়াত শামুনা’-তে কাতিউশা রকেটের সাহায্যে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছার পর ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সচল হয়ে ওঠে। এরপরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ঐ উপশহরে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে, ইসরাইলের আল-জালিল ও কারিয়াত শামুনা এলাকা লক্ষ্য করে লেবানন থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এদিকে, দখলদার ইসরাইলি বাহিনী আজ দক্ষিণ লেবাননের কয়েকটি উপশহরের আশেপাশের এলাকায় বিমান ও কামানের সাহায্যে হামলা চালিয়েছে। এছাড়া কয়েকটি বনে আগুন-বোমা ফেলেছে। আজকের হামলায় দক্ষিণ লেবাননের মারুন আল রাস উপশহরে এক নারী শহীদ ও তার স্বামী আহত হয়েছেন। গত কয়েক দিন ধরেই হিজবুল্লাহর হামলায় ইসরাইলের সামরিক স্থাপনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ অবস্থায় দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের জনবসতিতে হামলা শুরু করেছে। অবশ্য হিজবুল্লাহ আজ আবারও স্পষ্টভাবে বলেছে, তারা বেসামরিক মানুষের ওপর আঘাত কোনোভাবেই সহ্য করবে না।
পার্সটুডে