গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়ায় ১৩ শিক্ষার্থীর সমাবর্তন ১ বছরের জন্য স্থগিত রেখেছে হার্ভাড বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়েছে ক্ষোভ।
প্রতিবাদে এ বছর হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মাসব্যাপী উত্তাল ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সে সময় হার্ভাডেও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছিল শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদ সমাবেশে যোগ দান করার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে চলতি বছর ডিগ্রী প্রদান করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এটিএম/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।