স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলা শুরুর পর তখনো আধা ঘণ্টা পেরোয়নি। এভারটনের বিপক্ষে এ সময়ের মাঝেই হ্যাটট্রিক করে বসলেন কোল পালমার। ২১ বর্ষী মিডফিল্ডারের বদৌলতে স্কোরলাইন হয়ে যায় ৩-০। পরে স্পটকিক থেকে আবারো বল জালে জড়িয়ে এক ম্যাচের চার গোলের কীর্তি গড়েন। ইংলিশ ফুটবলারের বিধ্বংসী পারফরম্যান্সে ৬-০ গোলের বিশাল জয় পায় চেলসি।
ক্ল্যাসিক ফুটবল উপহার দিয়ে পালমার ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে চলে এলেন। ম্যানচেষ্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডের সমান ২০ গোল করে যৌথভাবে এ পর্যন্ত আসরের সর্বাধিক গোলদাতা ইংল্যান্ডের উদীয়মান তারকা খেলোয়াড়।
পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা চেলসি ৩১ ম্যাচে পেয়েছে ৪৭ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থাকা এভারটন অবনমনের শঙ্কায় রয়েছে। ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। সমান ৭১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে আর্সেনাল ও লিভারপুল।
সোমবার রাতে খেলার ১৩ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে গোলের খাতা খোলেন পালমার। পাঁচ মিনিট পর হেডে করেন লক্ষ্যভেদ। এরপর ডানপায়ের দূরপাল্লার কিকে বল জালে পাঠিয়ে ২৯ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক।
বিরতির আগে ৪৪ মিনিটে নিশানাভেদ করে ব্লুদের চার গোলের লিড পাইয়ে দেন নিকোলাস জ্যাকসন। বাঁ-পায়ের স্পটকিকে ৬৪ মিনিটে চতুর্থ গোলের দেখা পান পালমার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলফি গিলক্রিস্ট বল জালে পাঠিয়ে এভারটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।