ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বৃহস্পতিবার দুপুরে দাবি করেছেন, আজ শুক্রবারের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ।
কিন্তু কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে আমরাও ছাড় দিবো না।
আর নেতাকর্মীদের সব বাঁধা অতিক্রম করে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাতে এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন হয়।
রাতে বিএনপির সমাবেশের মঞ্চ নির্মাণ পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ঢাকার প্রতিটি এলাকাতে ডাইনি শিকারের মতো আচার-আচরণ করছে পুলিশ।
সমাবেশ ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
এখানে সমাবেশের অনুমতি দিয়েও তারা অগণতান্ত্রিক আচরণ করছে।
পুলিশ সার্বিক সহায়তা না করে সরকারের হয়ে কাজ করছে।
একইভাবে বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায়
ক্ষমতাসীনদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে।
যদিও আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না বলে মঙ্গলবারের যৌথ সভায় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা সংঘাত করব না।
আমরা মাঠে সতর্ক থাকব। যারা সংঘাত করতে আসবে, তাদের প্রতিহত করব। নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।’
একই সুরে কথা বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, যারা উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা হবে, তাদেরই প্রতিরোধ করা হবে। আন্দোলনের নামে রাজনীতির মাঠ অরাজকতা করার সুযোগ কাউকে দেয়া হবে না।