ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এবার নিজ দেশত্যাগের হুমকি দিল ইসরাইলের চিকিৎসকরা।

আন্তর্জাতিক ডেস্ক
জুন ৪, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ আট মাস ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে মুক্তিকামী নাগরিকরা। গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলি নাগরিকরাও।

এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে- এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে।

ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার ‍হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থি অংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে। ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা। তারা মূলত ধর্মপালনেই বেশি আগ্রহী হয়ে থাকে।

এমনকি এসব ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যত দিন না মসিহ আসছেন তত দিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই।

দেশত্যাগের হুমকি ইসরায়েলি চিকিৎসকদের
দেশত্যাগের হুমকি ইসরায়েলি চিকিৎসকদের
মিসর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া?
এ ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতাও করে থাকেন।

হারেদি মতাদর্শকে ইসরায়েলে বসবাসকারি বেশিরভাগ ইহুদিই ভালো নজরে দেখেন না। সম্প্রতি হারেদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফে নিয়োগ দেওয়া হবে হবে কি না তা নিয়ে ইসরায়েলি আদালতে একটি শুনানি চলছে।

এ সময় হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেওয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা।

বিশ্লেষকদের ধারণা, হারেদিদের নিয়ে ইসরায়েলি আদালতের রায়ে রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার ধারণ করতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি চিকিৎসকরা মনে করেন, হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে। সেই সঙ্গে হারেদির জন্য সংরক্ষিত পরিষেবার মেয়াদ বাড়ানোরও বিরোধী চিকিৎসকরা।

দেশটির হাজার হাজার চিকিৎসক জানিয়েছেন, যদি হারেদিদের সেনাবাহিনীতে না নেওয়া হয়, তাহলে তারা ইসরায়েল ছেড়ে চিরতরে চলে যাবেন।

বিবৃতিতে ইসরায়েলের চিকিৎসকরা অভিযোগ করেছেন হারেদি ইহুদিরা দিনের পর দিন সেনা প্রশিক্ষণ থেকে ছাড় পেয়ে আসার পাশাপাশি সরকারি চাকরি ও চিকিৎসাসহ অনেক পরিষেবাতে বাড়তি সুবিধা ভোগ করে আসছে।

অথচ দেশের সংরক্ষিত সেনাবাহিনীর অর্ধেকই হচ্ছে মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সেবক। দেশের প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছে। ফলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবায় জনবলের ঘাটতি দেখা দেয়।

কিন্তু হারেদি ইহুদিরা ঘরে বসে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে।

বিশ্লেষকরা বলছেন, এসব বিভাজন ইসরায়েলের মধ্যে জাতিগত অন্তর্দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলবে। যার প্রভাব বাড়তে থাকলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের হুমকিতে পড়বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।