ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এমন কী ঘটনা যে সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে ৪টি গুলি জানতে ৩ আসামিকে নিয়ে সেই ঘটনাস্থলে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২০ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহম্মদ রাশেদকে দুই মিনিটের মধ্যে কিভাবে হত্যা করা হয়, তা অনুসন্ধানের জন্য এবং হত্যার ঘটনার বিবরণ জানতে ওসি (বরখাস্ত) প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলালকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব।

শুক্রবার দুপুর ১টার দিকে রিমান্ডে থাকা মূল ৩ আসামিকে নিয়ে মেরিন ড্রাইভ রোডের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সিনহা হত্যার ঘটনা স্থলে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তা ৩১ জুলাই সিনহাকে হত্যার সময় কার কী ভূমিকা ছিল তা জিজ্ঞাসাবাদ করেন।
সিনহা হত্যার ঘটনাস্থল টেকনাফের বাহার ছড়ার শামলাপুর চেকপোস্ট পরিদর্শনে যান র‍্যাবের তদন্ত দল। সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলালকে নেয়া হয় সেখানে।

জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে রিমান্ডের চতুর্থ দিনে তারা, মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের কাছে সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন। এই ৩ আসামিকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ দিনের রিমান্ডে র‌্যাব হেফাজতে নেয়া হয়।

এর আগে রাতে, নীলিমা রিসোর্ট থেকে জব্দ করা ডিভাইসসহ নানা আলামত র‍্যাবকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। নীলিমা রিসোর্ট থেকে জব্দ তালিকা ৫ দিন পর আদালতে জমা দেয়ায় ফৌজদারী কার্যবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। জব্দ তালিকা আদালতে প্রেরণে কেনো বিলম্ব হলো এ বিষয়ে আগামি ৭ কার্যদিবসের মধ্যে রামু থানার ওসিকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করে পুলিশ।

এদিকে মেজর (অব.) সিনহা হত্যা মামলার প্রধান আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে এ প্রক্রিয়া বলে দাবি করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার।

তিনি বলেন, এমন কী ঘটনা ঘটল যে সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুলি করা হলো। এই প্রশ্নের উত্তর জানতে প্রধান তিন আসামিকে ঘটনাস্থলে নেয়া হয়েছে। পাশাপাশি কোনো কথা ছাড়াই পরপর লিয়াকত কেনো ১ মিনিটের মধ্যে ৪টি গুলি করল তা মেলাতে মূলত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।