এমপি আয়েনের সাথে দর্শনপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারীর শুভেচ্ছা বিনিময়
লিয়াকত,হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহী পবা উপজেলার ১ নং দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি মোঃ কামরুল হাসান রাজ ও সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রাজশাহী ২ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বিকালে এমপির পবা উপজেলার নওহাটায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত ১২ই অক্টোবর সোমবার বিকাল ৩ টায় দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দর্শন পাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
উক্ত সম্মেলন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোঃ কামরুল হাসান রাজ ও নতুন ভাবে সাধারন সম্পাদক নির্বাচিত হন সফিকুল ইসলাম (শান্ত)।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা আব্দুস সোবাহান, সাবেক সাধারণ সম্পাদক ১নং দর্শন পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
আরও উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।