পাঁচ অক্টোবর দুপুর ৩ টায় নিজ নির্বাচনী এলাকায় এসেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। গাড়ি যোগে ঢাকা থেকে এসেই বানারীপাড়ার বাড়িতে না গিয়ে দুপুর ২ টার সময় মা মাটির সন্তান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রথমে চাখারে চলে যান। সেখানে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান মো. সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মায়ের কবরের পাশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। উল্লেখ্য বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মা মোসাম্মৎ কুলসুম গনি (৭৫) ৪ অক্টোবর রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।