নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় আগ্রহ নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না তারা। বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। সেটা জাতীয় কিংবা অন্য কোনো নির্বাচনই হোক।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না। এই দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষ কোনো নির্বাচনই গ্রহণ করবে না। কারণ ওই নির্বাচন কখনোই সুষ্ঠু ও অবাধ হবে না।
বিএনপির মহাসচিব জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরির কাজ চলছে। শিগগিরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ফখরুল বলেন, ভারত সফরে গিয়ে তিনি কিছুই নিয়ে আসতে পারেননি। আমরা আশা করেছিলাম তিস্তার পানিবণ্টন সমস্যা, অবিভক্ত নদীগুলোর পানিবণ্টন সমস্যা, সীমান্তে হত্যা বন্ধ, বাণিজ্যে যে অসম ভারসাম্য রয়েছে তা দূর করতে উদ্যোগ নিয়ে আলোচনা হবে। কিন্তু এ বিষয়গুলোর কোনো সমাধান পাইনি। আজ তিনি যে সংবাদ সম্মেলন করলেন, সেখানেও তিনি সুস্পষ্টভাবে বলেননি দেশের মানুষের জন্য ভারত থেকে কী কী নিয়ে এসেছেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।