কক্সবাজার শহরে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজতে মারা গেছে। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ (ওসি) সৈয়দ আবু মো: শাহাজান কবিরকে ক্লোজ করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে !
মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামানকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ হেফাজতে মারা যাওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকূল এলাকার বাসিন্দা।
জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়। ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দিলে থানার এসআই অঞ্জনের নেতৃত্বে একটি দল আহত ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যান। তখন তিনি সুস্থ ছিলেন বলে জেনেছি।
পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রটি জানায়।
এদিকে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায় ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন।