ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ কিছু করে দেখাতে চায় বাংলাদেশ দল। ছবি:সংগৃহীত
দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। আগামী পরশু প্রথম ধাপে স্কোয়াডে থাকা কিছু ক্রিকেটার উইন্ডিজ রওনা হবেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকিরা ৫ ও ৮ জুন রওনা হবেন। লিটন দাস ও নুরুল হাসান সোহান লন্ডন থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন।
এই সিরিজে টেস্টে কে অধিনায়কত্ব করবেন তা জানা যাবে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে। এর আগে গতকাল মুমিনুল হক বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট অধিনায়কত্ব করতে চান না। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই লাল বলে দেখা যেতে পারে নতুন অধিনায়ক।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
১৬-২০ জুন, ১ম টেস্ট, অ্যান্টিগা, রাত ৮টা
২৪-২৮ জুন, ২য় টেস্ট, সেন্ট লুসিয়া, রাত ৮টা
২ জুলাই, ১ম টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১-৩০ মি.
৩ জুলাই, ২য় টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১-৩০ মি.
৭ জুলাই, ৩য় টি-টোয়েন্টি, গায়ানা, রাত ১১-৩০ মি.
১০ জুলাই, ১ম ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.
১৩ জুলাই, ২য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.
১৬ জুলাই, ৩য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.