সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদে নৌকাডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চ ঘাটে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।
নিখোঁজ শ্রমিকরা হলেন বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তাঁদের সবার বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে কুড়িকাহনিয়া এলাকায় একটি বড় খালের সৃষ্টি হয়েছে। বাঁধ নির্মাণের জন্য কপোতাক্ষ নদের পাশেই তৈরি হওয়া একটি খাল দিয়ে শ্রমিকেরা নৌকায় করে মাটি বহন করছিলেন। এ সময় কপোতাক্ষ নদের পানির তোড়ে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে যায়। মাটিভর্তি নৌকায় থাকা ১১ শ্রমিকদের মধ্যে অন্যরা উদ্ধার হলেও তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। পানির তোড়ে তাঁরা ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল।
আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনকে খুলনার কয়রা উপজেলার জায়গীরমহল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।