অভিষেক বচ্চন করোনাজয়ী হয়ে ফিরে আসার দিনেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করছে।
সঞ্জয় দত্ত করোনা আক্রান্ত কি না তা জানতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর আরটি-পিসিআর টেস্টের জন্য সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার সকালেই মধ্যে রিপোর্ট জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সঞ্জয় দত্তকে লীলাবতী হাসপাতালের নন-কোভিড আইসিইউ বেডে রাখা হয়েছে। চিকিৎসকরা জানার চেষ্টা চালাচ্ছে তাঁর বুকে অস্বস্তি হচ্ছে কি না। সেই কারণে রাতেই বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।