ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

করোনা আতঙ্কে স্থগিত হ‌য়ে গে‌লো “টুঙ্গীপাড়ার মিয়া ভাই”

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২০ ৩:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাঝে অনেকটা সময় ছিলেন চলচ্চিত্র থেকে দূরে। শিশুশিল্পী হিসেবে আগেই চমক দেখিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। অনেক বছর পর এবার ফিরছেন নায়িকা হয়ে। ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি।

এরইমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং। কিন্তু শুটিং চলাকালীন ছবিটির কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনির শরীরে হঠাৎ করোনার উপসর্গ দেখা দিয়েছে। ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তাই করোনার আতঙ্কে বন্ধ হয়ে গেছে সিনেমাটির শুটিং। ইউনিটের সবাই ভয় পাওয়াতে ছবির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি জানান, এফডিসিতে গেল সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ নামে সিনেমার শুটিং। টানা শুটিং করে কাজ শেষ করার কথা থাকলেও করোনা আতঙ্কে তা এখন স্থগিত করা হয়েছে।

এদিকে পরিচালক শামীম আহমেদ রনি করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি। তার সুস্থতার পর নতুন শিডিউল ঠিক করে ছবিটির কাজ শুরু করা হবে।

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমাটিতে দীঘির বিপরীতে দেখা যাবে শান্ত খানকে। ছবিটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।