ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কর্তৃপক্ষের ভুলে দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত!

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ​অথচ কর্তৃপক্ষের ভুলে রংপুর নগরীর সাহেবগজ্ঞ বিয়াম কলেজের দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

পরীক্ষা দেবার সুযোগ দান এবং তাদের প্রবেশ পত্র প্রদানের দাবিতে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে রংপুর নগরীর হারাগাছ সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসা ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ফলে নগরীর ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানায়, সাহেবগজ্ঞ বিয়াম কলেজের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। দেড় শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকে তিন হাজার একশ টাকা করে পরীক্ষার ফিসহ যাবতীয় ফি বাবদ টাকা দিয়েছে।

বেশ কয়েকদিন ধরে কলেজের অধ্যক্ষ আইনুল হক পরীক্ষা দেবার জন্য এডমিট প্রদানের কথা বলে আসছিলেন। বুধবার দিনভর তাদের কলেজে বসিয়ে রেখে রাত ৭ টার দিকে তিনি জানান কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কারোরই এডমিট আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে সে কারণে তাদের কাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেয়া সম্ভব হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।