রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় ২৭ দিন পর পুলিশ উদ্ধার করেছে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী হামিদা আক্তার (১৬) কে । সোমবার শেষ বিকেলে পৌরশহরের ফেরীঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে। গত ০১ সেপ্টেম্বর সন্ধ্যায় রজপাড়া গ্রামের বাড়ি থেকে এ ছাত্রী নিখোঁজ হয়।
ঘটনার দিনই তার বাবা জাফর মৃধা থানায় অভিযোগ করেন। উদ্ধারকৃত ওই ছাত্রী টিয়াখালী ইউনিয়নের রজপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল উর্ত্তীন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ প্রতিবেদককে বলেন, ভিকটিমকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবতী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।