কলাপাড়ায় ৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন পায়রা বন্দর নৌপুলিশ।
বুধবার বিকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে সিনিয়র জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার উপস্থিত এসব জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিতে ২২ দিনের অবরোধ চলাকালীন রাবনাবাদ
নদীর মোহনা থেকে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পায়রা নৌ-পুলিশ। এ
ঘটনায় রাসেল সরদারসহ ২ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের
করা হয় এবং জালগুলো আদালতে হস্তান্তর করা হয়।
বুধবার শেষবিকেলে আদালতের আদেশ অনুযায়ী উদ্ধারকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে
ধ্বংস করে ফেলা হয়েছে বলে পায়রাবন্দর নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক নেওয়াজ
উদ্দিন আহম্মেদ জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।