পৃথিবীর ৭ম আশ্চর্যের ১টি হচ্ছে কলোসিয়াম যা প্রায় ২ হাজার বছরের পুরোনো ইতিহাসের সাক্ষী এবং ইতালির রোম শহরে অবস্থিত।মুলত ৭২ খৃষ্টাব্দে কলোসিয়ায়ের নির্মাণ কাজ শুরু হয় ইহুদী এবং পুর্ব ইউরোপের কিছু দাস দ্বারা সম্রাট ভেসপাসিয়ানের আমলে এবং দীর্ঘ ৮/৯ বছর পর অর্থাৎ ৮০ খৃষ্টাব্দে কাজ শেষ হয় সম্রাট তিতুসের আমলে।প্রাচীন আমলে একে ফ্ল্যাভিয়ান এন্ফিথিয়েটার বলা হতো।মুলত এটি তৈরী করা হয়েছিল চিত্তবিনোদনের জন্য তবে চিত্তবিনোদনগুলি ছিলো অত্যন্ত লোমহর্ষক অর্থাৎ হিংস্র পশুদের লড়াই বা মানুষ এবং হিংস্র পশুদের লড়াই।হেরে যাওয়া শুরু হার মানলেই নয়,এখানকার নিয়ম ছিলো হেরে যাওয়া মানেই নৃশংস মৃত্যু আর এই মৃত্যু দর্শক উপভোগ করতো।অনেক সময় আবার ব্যাতিক্রম ঘটতো,যদি কোন গ্ল্যাডিয়েটর হিংস্র পশুকে হত্যা করে জয়লাভ করতো কিন্তু সম্রাটের পরিবার অথবা দর্শক থামস ডাউন করতো তাহলে তার নিশ্চিত মৃত্যু মেনে নিতে হতো।৫০ হাজার দর্শক ধারনের ক্ষমতা ছিলো এই কলোসিয়ামের,৮০ টি প্রবেশদ্বার তার মধ্যে ৭৮ টি জনসাধারণের এবং ২ টি ছিলো ভি আই পি।অনেকবার ভুমিকম্প হওয়ায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারপরেও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই কলোসিয়াম।ইচ্ছে আর সময় থাকলে ঘুরে আসতে পারেন এই কলোসিয়ামে।কিভাবে_যাবেন?
আপনাকে প্রথমে রোম শহরের সেন্ট্রাল ষ্টেশন অর্থাৎ রোমা তেরমিনি(Roma Termini)আসতে হবে তারপর ১ টি ১.৫০ ইউরোর পাবলিক বাস টিকিট ক্রয় করে মেট্রো B তে Laurentina গামী মেট্রোরেল এ উঠে ২ স্টপেজ এ নামতে হবে অথবা তেরমিনি থেকে পায়ে হেটে ১৫/২০ মিনিট সময় লাগবে।