ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির চিহ্ন দেশে রাখা যাবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলেছিলো ১০ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা পালাবে। এখন বিএনপি পালিয়ে গেছে। ফখরুল সাহেব কোথায়? আমির খসরু বলেছিলো- শেখ হাসিনা পালাবে। কোথায় পালিয়েছেন? বিএনপি লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপি বলে নির্বাচনের ৫ দিন পরে সরকার পতন হয়ে যাবে। বিএনপি ভুয়া। তাদের হরতাল-অবরোধ-ধর্মঘট ভুয়া। তাদের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে। আগুন নিয়ে খেলবেন না, তাহলে নিজেদেরই পুড়তে হবে। বিএনপি ইসরায়েলের নেতানিয়াহুর চেয়েও নিষ্ঠুর। বিএনপি মানুষ নামে দানব। এদের বাংলার মাটিতে চাই না। এদের চিহ্ন এদেশে রাখা যাবে না। এরা থাকলে বাংলাদেশে শান্তি-গণতন্ত্র থাকবে না, দেশের কোনো উন্নয়ন হবে না।

স্বতন্ত্র ও নৌকার প্রার্থীদের ঝগড়া না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নৌকা নৌকার নির্বাচন করবে, স্বতন্ত্ররা স্বতন্ত্র। কারো সঙ্গে ঝগড়ার দরকার নেই। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করার জন্য নেত্রী স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছু হারানোর নেই। নৌকার নিজের শক্তি আছে। ভয় পান কেন? এমপি জনপ্রিয়তা হারিয়ে ফেললে; স্বতন্ত্র ঢুকে গেলে, সেখানে আমরা কি করবো? কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।