ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রা‌ফিক সা‌র্জেন্ট নিহত।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ২১, ২০২০ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবুল শেখ (৪৭) নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

২০ অ‌ক্টোবর, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক সার্জেন্ট বাবুল কোতোয়ালী জোনে কর্মরত। রাতে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন তিনি। পথে যাত্রাবাড়ী কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে মেইন রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হন।

পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এর চালককেও আটক করা হয়েছে। মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
সার্জেন্ট বাবুল শেখ ডিএমপির লালবাগ ট্রাফিক জোনের টিএআই হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। যাত্রাবাড়ীতে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকে পেছন থেকে চাপা দেয়। বাবুল শেখের গ্রামের বাড়ি পাবনাতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।