অবশেষে কার্যকর হলো মোদি~হাসিনা বিশেষ বাণিজ্যিক চুক্তি। কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্ৰাম বন্দর হয়ে জাহাজে পাঠানো পণ্য বুধবার ত্রিপুরা সীমান্তে পৌঁছে গিয়েছে। গত ১৬ জুলাই এম ভি সেঁজুতি নামের একটি জাহাজ কন্টেনার বোঝাই লোহার রড ও ডাল নিয়ে কলকাতা বন্দরের খিদিরপুর ডক থেকে রওনা হয়। হলদিয়া বন্দর থেকে জাহাজটি কিছু পণ্য তোলে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায়। আবহাওয়া খারাপ থাকায় সময় কিছুটা বেশি লেগেছে। ওইদিনই চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য নামিয়ে তা সড়কপথে ত্রিপুরার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে তা প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলার কাছে আখাউড়া সীমান্ত চৌকিতে পৌঁছে গিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ চুক্তি অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই পথে পণ্য পরিবহণ শুরু হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হওয়া চুক্তিটি এখন কার্যকর হল। অর্থনৈতিক বিশেষজ্ঞরা এ চুক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে অর্থনৈতিক সেতু বন্ধন হিসেবে দেখছেন।