ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কার্যকর মোদি-হাসিনা চুক্তি ত্রিপুরায় পৌঁছে গেল পণ্য।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!


অব‌শে‌ষে কার্যকর হ‌লো মো‌দি~হা‌সিনা বি‌শেষ বা‌ণি‌জ্যিক চু‌ক্তি। কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্ৰাম বন্দর হয়ে জাহাজে পাঠানো পণ্য বুধবার ত্রিপুরা সীমান্তে পৌঁছে গিয়েছে। গত ১৬ জুলাই এম ভি সেঁজুতি নামের একটি জাহাজ কন্টেনার বোঝাই লোহার রড ও ডাল নিয়ে কলকাতা বন্দরের খিদিরপুর ডক থেকে রওনা হয়। হলদিয়া বন্দর থেকে জাহাজটি কিছু পণ্য তোলে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায়। আবহাওয়া খারাপ থাকায় সময় কিছুটা বেশি লেগেছে। ওইদিনই চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য নামিয়ে তা সড়কপথে ত্রিপুরার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে তা প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলার কাছে আখাউড়া সীমান্ত চৌকিতে পৌঁছে গিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ চুক্তি অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই পথে পণ্য পরিবহণ শুরু হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হওয়া চুক্তিটি এখন কার্যকর হল। অর্থ‌নৈতিক বি‌শেষজ্ঞরা এ চু‌ক্তি‌কে প্র‌তি‌বেশী রা‌ষ্ট্রের সা‌থে অর্থ‌নৈ‌তিক সেতু বন্ধন হি‌সে‌বে দেখ‌ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।