কিলিয়ান এমবাপের জোড়া গোলে লিগ ওয়ানে নিমের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে পিএসজি।
ম্যাচের শুরুটা দু’দলের কারোরই ভালো হয়নি। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
কসটাইরেস স্টেডিয়ামে পরের মিনিটে রাফিনিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিমের ডিফেন্ডার লোইক। এরপর ছন্দে ফেরে পিএসজি।
৩২ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭৭ মিনিটে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির হেডে ব্যবধান দ্বিগুন হয় পিএসজির। ৬ মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপে।
নিমের মাঠে ৮৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোল বিশাল ব্যবধানের জয় নিশ্চিত হয় পিএসজির।
সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেনে।৮ পয়েন্ট নিয়ে নিমের অবস্থান ১৩তম।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।