ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কুরিয়ার সার্ভিস ব্যবসা প্রতারনার অভিযোগে ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিভিন্ন সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ সংস্থার ভূয়া সীল ও স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণার আশ্রয়ে কুরিয়ার সার্ভিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে এ.জে.আর পারসেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাহাবুবুর রহমান, আল আমিন, গিয়াস উদ্দিন, মোঃ সেলিম দেওয়ান ও আঃ মান্নান। এসময় তাদের হেফাজত হতে কুরিয়ার সার্ভিস পরিচালনার ভূয়া কাগজপত্র ও জালিয়াতির বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়।

গত ১লা অক্টোবর, ২০২০ (বৃহস্পতিবার) উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এ.জে.আর পারসেল এন্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটি উত্তরা ৬ নং সেক্টরের ভাড়াবাড়ীতে তাদের কুরিয়ার সার্ভিসের ব্যবসা পরিচালনা করে আসছে। আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে ৬ নং সেক্টরের কল্যান সমিতির সাথে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধেকে কেন্দ্র করে এ.জে.আর পারসেল এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ হতে ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ প্রদান করা হয়।

ডিএমপি’র এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস ডিএমপি নিউজকে জানান, তদন্তকালে এ.জে.আর পারসেল এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ হতে ব্যবসা পরিচালনার স্বপক্ষে কাগজপত্র উপস্থাপন করে। উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় উল্টো কুরিয়ার সার্ভিসটিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, ডিআইজি (ঢাকা রেঞ্জ) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার ভুয়া সীল ও স্বাক্ষর জালিয়াতি করে তারা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু করা হয়েছে।

‌সোর্সঃ ডিএম‌পি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।