ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় বিভিন্ন সংগঠনের উদ্দ্যোগে বিশ্ব পযটন দিবস পালন ॥

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুয়াকাটায় ‘‘গ্রামীণ উন্নয়নে পযটন’’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সংগঠনের উদ্দ্যোগে পালিত হয়েছে বিশ্ব পযটন দিবস। রবিবার ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) আলোচনা সভাসহ দিনভর পৃথক পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। টোয়াকের সিনিয়র সহ-সভাপতি লুৎপুল হাসান রানার সভাপতিত্বে এবং সেক্রেটারী আনোয়ার হোসেন আনুর সঞ্চলনায় টোয়াক হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর ও এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন, কলাপাড়-কুয়াকাটা বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন, হোটেল ব্যবসায়ী শাহজালাল মিয়া, কেএম জহির, টুরিজ্যম ব্যবসায়ী নেছার উদ্দিন আহমেদ প্রমুখ। পরে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সী-বিচ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে টোয়াক সদস্যরা। অন্যদিকে কুটুম এর সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান পুলিশ পরিদর্শক কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন, জনাব মো: মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিপুর থানা, জনাব মো; পান্না মিয়াহাওলাদার, প্যানেল মেয়র কুয়াকাটা পৌর সভা, কাজী সাঈদ সাধারান সম্পাদক,কুয়াকাটা প্রেস ক্লাব, খান এ রাজ্জাক সহকারী অধ্যাক্ষ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, মো মজিবুররহমান সাধারন সম্পাদক কুটুম। এছাড়াও সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন’র উদ্যোগে পর্যটন হলিডে হোমসের হলরুমে  পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সুভাস নন্দীর সভাপতিত্বে সংক্ষিপ্ত একআলোচনা সভা করা হয়, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশবরিশাল বিভাগীয় পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান পুলিশ পরিদর্শক কুয়াকাটা টুরিস্টপুলিশ জোন, মো: মনিরুজ্জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিপুর থানা, মো: পান্নামিয়াহাওলাদার, প্যানেল মেয়র কুয়াকাটা পৌর সভা, নাসির উদ্দিন বিপ্লব সভাপতি কুয়াকাটা প্রেস ক্লাব, হোসাইন আমির সহ-সভাপতি কুটুম, জনী আলমগীর সভাপতি কুয়াকাটা ট্যুরিস্টবোট মালিক সমিতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতে সরকারের পদক্ষেপ, উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। আলোচনায সকলেই কুযাকাটার সমসামযকি বিষয নিয়ে আলোচনা করেন। ট্যুরিস্টভিত্তিক সকল সেক্টরকে নিযম শৃঙ্খলার মধ্যে এনে টুরিস্টবান্ধব হিসেবে গড়ে তুলতে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রতিটা সেক্টরকে আলাদাভাবে চেনার জন্য কটি ব্যবহার করতে হবে। যাহাতে টুরিস্টগান কোন বিভ্রান্ত না হয সেদিকে সবাইর লক্ষ রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।