ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কু‌ষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরঃ গ্রেফতার ৪, তদন্ত ক‌মি‌টি গঠন।

স্টাফ রি‌পোর্টার।
ডিসেম্বর ৬, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গ্রেফতারকৃতরা হলেন,
>>আবু বকর,
>>নাহিদ,
>>আল আমীন ও
>>ইউসুফ।

তারা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র।
আটক ৪ মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’

আজ রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোন ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা।”

এদিকে, আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভা কক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এক জরুরী বৈঠকে ৩ সদস্য বি‌শিষ্ট এক‌টি তদস্ত ক‌মি‌টি গঠন করা হয়। তদন্ত ক‌মি‌টির ৩ সদস্যরা হ‌লেন-
>অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক,
>অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন ও
>গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইলসাম।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।

এছাড়া হামলার ওই ঘটনায় বেশ কয়েকজনক আসামি করে মামলা দায়ের করেছেন পৌর সচিব কামাল উদ্দিন।

এর আগে জানা যায়, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে অংশ নেন জুব্বা ও পাগড়ি পরা দুই ব্যক্তি। সেখানকার সিসিটিভির ফুটেজে এমনটাই দেখা গেছে।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার পরপর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে মই বেয়ে ওঠে ভাস্কর্য বেদির ওপর। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। তাদের গায়ে জুব্বা ও মাথায় পাগড়ি ছিল। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়। ভাঙচুরের ঘটনায় পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রের খবর, যে দুজন এ ভাঙচুরে অংশ নেন তাদেরকে ইতোমধ্যেই শনাক্ত করা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।