ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টস এর মালিককে জরিমানা সহ কারাদণ্ড

য‌শোর ‌জেলা প্র‌তি‌নি‌ধি।
অক্টোবর ৬, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিক এবং সুজাপুর গ্রামের রিজাউল ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের সাবদিয়া এলাকার সরকারি কবরস্থান সংলগ্ন হাসানের বাড়ীর প্রথম তলা ও দ্বিতীয় তলা ভাড়া নিয়ে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের কারখানা অবস্থিত৷

(৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিকের বৈধ কাগজপত্রের অনুমোদন না থাকায় এবং নামি-দামি কোম্পানীর পণ্যের মোড়ক ব্যবহার করে, তেল,পাউডার, নুডুসসহ বিভিন্ন পণ্যের নাম নকল করে বাজারজাত করণের অপরাধে হাফিজুর রহমানকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা ও উভয়দন্ডে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷ অপর দিকে উপজেলা সুজাপুর গ্রামের রাস্তার পাশ থেকে সরকারি গাছ কর্তন করার অপরাধে ওই গ্রামের রিজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ ফারুক হোসেন, অফিস সহায়ক জুলফিকার হাসান,মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আশরাফুল জামানসহ কেশবপুর থানা পুলিশ সদস্যরা ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।