ইউক্রেন পূর্ব খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। গত সপ্তাহ থেকে এসব এলাকায় রাশিয়ার বাহিনী অগ্রসর হওয়ায় এবং সীমান্তবর্তী বিভিন্ন বসতি লক্ষ্য করে তারা গোলাবর্ষণ করায় ইউক্রেন এ পদক্ষেপ গ্রহণ করে। কিয়েভ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গল ও বুধবার রাতে জানায়, ‘লুকিয়ানসি এবং ভোভচানস্কের আশেপাশের কিছু এলাকায় শত্রুপক্ষের গোলাবর্ষণ এবং স্থল সেনাদের হামলার কারণে আমাদের সৈনরা জীবন বাঁচাতে ও ক্ষয়ক্ষতি এড়াতে তাদের সুবিধাজনক অবস্থানে চলে যায়।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।