নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
১৯ অক্টোবর, সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। এসময় মঞ্চ থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হয় তৈমূর আলম, তার মেয়ে মার-ই-য়াম ও নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে। ভাঙচুর করা হয় গাড়ি, মোটরসাইকেল ও চেয়ার-টেবিল।
আহতরা জানান, বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনা ও তৈমূর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর সাথে সাথে দুর্বৃত্তরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ২০ নেতাকর্মী আহত হন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রাত ৯টা নাগাদ হামলার কোনো খবর তিনি পাননি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খোঁজ-খবর নিয়ে দেখছে।