বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ফখরুল।
সেখান থেকে রাত ৯টার পর বের হন।
জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। একইসঙ্গে রাজনীতির চলমান সার্বিক বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেছেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মহাসচিব নিয়মিতই ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে যান।
এর আগে, গত ২৫ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।