গাজীপুর মহানগরের ৫৩নং ওয়ার্ড আওয়ামী সহযোগী সংগঠনের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়ার কাঠালদিয়া অফিস প্রাঙ্গনে উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাজ্বী নুর মোহাম্মদ মামুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতার সপরিবারে ও জাতীয় চার নেতাকে হত্যা করার পর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে। ছয় বছর পর শেখ হাসিনা বাংলার মানুষের শক্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে আবির্ভূত হন।’ তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, তিনি সঠিক পরিপন্থায় দেশ পরিচালনা করে যাচ্ছেন তাই আজকে এই মানবতার মায়ের ৭৪তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া কামনা করছি। উক্ত অনুষ্ঠানে ৫৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীওরা উপস্থিত ছিলেন।