পেপ গার্দিওলার চোখ রেখেছেন কাদের উপর? বার্সেলোনা কি পারবে তাদের দলের অবস্থা পরিবর্তন করতে? রিয়াল মাদ্রিদ কি আসলেই এবার খেলোয়াড় কেনা থেকে বিরত থাকবে, নাকি লস ব্লাঙ্কোসদের জন্য নতুন চমক অপেক্ষা করছে? ইউরোপ সেরা হবার পর প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলে ক্লপের নতুন পরিকল্পনা কী হতে যাচ্ছে?

লাউতারো মার্টিনেজ কি বার্সেলোনায় আসবেন? নাকি মেসি বার্সেলোনা ও স্পেন ছেড়ে পাড়ি জমাবেন ইউরোপের অপর প্রান্তে? রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজের ভাগ্য কী? জর্দান স্যানচো শেষমেষ আসবেন ওল্ড ট্রাফোর্ডে? লা লিগা হোক কিংবা বুন্দেসলিগা, সিরি-আ থেকে লিগ ওয়ান, ইংলিশ প্রিমিয়ার লিগ নতুন কে আসছেন অথবা কে ক্লাব ছেড়ে যাচ্ছেন, গোটা ইউরোপিয়ান ফুটবলে কখন কোন ট্রান্সফার হচ্ছে, কোথায় কোন রদবদল আসছে, এর নির্ভরযোগ্য এবং নিত্যনতুন আপডেট পাওয়া যাবে আমাদের ক্রিড়া প্র‌তি‌বেদ‌নে।

গতকাল সোমবার, ২৮ সেপ্টেম্বরে গোটা ইউরো‌প ফুটব‌লের ‌কিছু আপ‌ডেটঃ-

১) ফ্লোরেন্তিনার স্ট্রাইকার কেভিন প্রিন্স বোয়াটেং বিনামূল্যে সিরি-বি’এর ক্লাব এসি মোঞ্জাতে যোগ দিয়েছেন।

২) লিভারপুলের জার্মান গোলরক্ষক লরিস কারিউস এক মৌসুমের জন্য ধারে ইউনিওন ব্রেলিনে যোগ দিয়েছেন।

৩) ডাইনামো জাগরেবের ১৮ বছর বয়সী ক্রোয়েট ডিফেন্ডার জোসকো ভারদিওলকে দলে ভিড়িয়েছে বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগ। ক্লাবটির সাথে ৫ বছরের জন্য চুক্তি করলেও এই মৌসুম ধারেই ডাইনামো জাগরেবের সাথে কাটাবেন তিনি এবং আগামী মৌসুমে তিনি নতুন ক্লাবে যোগ দেবেন। তবে লাইপজিগ কী পরিমাণ অর্থের বিনিময়ে ভারদিওলকে দলে টেনেছে, তা অপ্রকাশিত।

৪) তুলুজের ২২ বছর বয়সী আইভরিয়ান মিডফিল্ডার ইব্রাহিম সাঙ্গারেকে ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ডাচ ক্লাব পিএসভি। ক্লাবটির সাথে সাঙ্গারের চুক্তি হয়েছে ৫ বছরের জন্য।

৫) বেনফিকা জানিয়ে দিয়েছে, তাদের পর্তুগিজ ডিফেন্ডার রুবেন ডিয়াজ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। তার দলবদল অর্থমূল্য ৬৫ মিলিয়ন ইউরো। তবে এই চুক্তিতে সিটি তাদের আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস অটামেন্ডিকে ১৫ মিলিয়ন ইউরো দাম দিয়ে যোগ করছে। তাই ডিয়াজের একক দলবদল মূল্যমান ৪৫ মিলিয়ন ইউরো। তবে কত বছরের জন্য ডিয়াজ সিটিতে যোগ দিচ্ছেন, তা এখনও অপ্রকাশিত।