ঢাকাবুধবার , ৯ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশার কার‌ণে দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ।

স্টাফ রি‌পোর্টার।
ডিসেম্বর ৯, ২০২০ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঘন কুয়াশার কার‌ণে নৌ-দুর্ঘটনা এড়া‌তে দে‌শের দক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের ২১ জেলার প্র‌বেশদ্বার দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে আজও ফেরি চলাচল বন্ধ রেখে‌ছে ঘাট কর্তৃপক্ষ। ফ‌লে নদী পা‌রের অপেক্ষায় প্রায় ৬ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন।

এছাড়া ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা প‌ড়ে‌ছে ক‌য়েক‌টি ফে‌রি।  মঙ্গলবার  (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ হ‌য়ে যায়, যা আজ সকাল পর্যন্ত রয়েছে।

এদিকে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলত‌দিয়া প্রা‌ন্তে যাত্রীবা‌হী বাস, পণ্যবা‌হী ট্রাক ও রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের গোয়ালন্দ মো‌ড়ের সড়‌কে কয়েক শতাধিক ‌পণ্যবা‌হী ট্রাক সি‌রিয়া‌লে আটকা প‌ড়ে‌ছে। শী‌তের ম‌ধ্যে সি‌রিয়া‌লে আট‌কে থে‌কে চরম ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন যাত্রী,  যানবাহ‌নের চালক ও হেলপাররা।

কুয়াশার ঘনত্ব বে‌শি হওয়ায় যানবাহনগু‌লো‌কে হেড লাইট জ্বা‌লি‌য়ে চলাচল কর‌তে দেখা‌গে‌ছে।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট  ব্যবস্থাপক (বা‌ণিজ্য)  আবু আব্দুল্লাহ রনি জানান, ‘কুয়াশার কার‌ণে নদী‌তে কিছু দেখা না যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়া‌তে রাত ১০টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌বে।’

ফে‌রি চলাচল স্বাভা‌বিক হ‌লে দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ ক‌মে যা‌বে ব‌লেও তি‌নি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।