চট্টগ্রামের রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী, এনডিপি ক্যাডার ও বিশটিরও অধিক মামলার আসামি বিধান বড়ুয়া আজ (বুধবার) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন।
এ শীর্ষ সন্ত্রাসী দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানির পর তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গেল ৩০ আগষ্ট রাউজান থানার একটি অস্ত্র মামলায় বিধান বড়ুয়াকে ১৭ বছরের সাজা দেন। তিনি তখন পলাতক ছিলেন।
২০১৪ সালের ৪ অক্টোবর রাত ৯টায় আসামির বসতঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় বিধান বড়ুয়ার বিরুদ্ধে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এসআই মহসিন রেজা একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। রায়ের আগে এ মামলায় আট সাক্ষীর মধ্যে বাদীসহ ৭ জনই আদালতে সাক্ষী দেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।