ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসা পরিচালনায় নতুন নেতৃত্ব আনাস মাদানীর স্থলে আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২০ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার আপাতত একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না। এর পরিবর্তে তিনজনের একটি পরিচালনা কমিটি করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মাদরাসাটির মহাপরিচালক শাহ আহমদ শফীর দাফনের পর আজ রাতে মাদরাসার শূরা কমিটি এই সিদ্ধান্ত নেয়। এ তিনজন হলেন, পরিচালনা কমিটির প্রধান মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহু, আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ ও আল্লামা ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহ।
অপরদিকে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা সচিব ও প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মাওলানা শোয়েবকে সহকারী শিক্ষা সচিব নিয়োগ দিয়েছে শুরা কমিটি।
জানা গেছে, হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা পরিচালনার বিষয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সূরা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সুরা কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছে।
পরিচালনা কমিটির তিন সদস্য হলেন, মুফতী আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহহিয়া।
কমিটির এই তিন সদস্য মাদরাসার সকল কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সকল হিসাবপত্র তাদের স্বাক্ষরেই হবে। সকলেরই সমান অধিকার কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। পরবর্তী শুরা কমিটির সভা না হওয়া পর্যন্ত এভাবে চলবে মাদরাসার কার্যক্রম।
মাওলানা নোমান ফয়েজীর সভাপতিত্বে মাদরাসায় অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি নুর আহমদ, শেখ আহমদ, মাওলানা শুয়াইব, ওমর ফারুক প্রমুখ। আগামী ছয় মাস পর পরবর্তী শূরা কমিটির সভায় মহাপরিচালক নির্ধারণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।