ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ জন। তারা চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ ইনতেজার ফেরদৌস এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায় ১২ জন। অথচ তার আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল মাত্র ৪ জন। আর ১ সেপ্টেম্বর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬ জন।  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরো ৬ জন
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় গত ৮ মাসে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪৭ শিশু রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জুন মাস থেকে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। এই বছরের শুরুতে জানুয়ারি মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫ জন, ফেব্রুয়ারি মাসে একজন। এরপর টানা তিন মাস চট্টগ্রামে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। কিন্তু জুন মাসে আক্রান্ত হয় ১৭ জন। জুলাই মাসে তা বেড়ে দ্বিগুণ (৩৪ জন) হয়ে যায়। আর আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯৭ জন।
জেলা কীটতত্ত্ববিদ ইনতেজার ফেরদৌস বলেন, সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ চট্টগ্রামে গত কিছুদিন ধরেই রোগীর সংখ্যা বেড়েছে। ধারণা করা হচ্ছে এ সময়ে থেমে থেমে যে বৃষ্টি হয়েছে, তাতে এডিস মশার প্রজনন ঘটছে। আর তা থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি বিশেষ যতœশীল হতে হবে। সূত্র:-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।